Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

১। জনসংখ্যা সম্পর্কিত সকল তথ্য সেবা প্রদান করা হয়।

২। কৃষি বিষয়ক সকল ফসলের আয়তন ও উপাদানের পরিমানের তথ্য সেবা প্রদান।

৩। শিক্ষা সংক্রান্ত সকল ডাটা সরবরাহ সেবা।

৪। মাসিক কৃষি মজুরীর তথ্য সংগ্রহ করিয়া সদর দপ্তরে প্রেরণ।

৫। প্রধান প্রধান ৭টি ফসলের মূল্য ও উৎপাদন খরচ তথ্য সংগ্রহ করা হয়।

৬। ৩৫ টি নমুনা দাগ গুচ্ছের সরে জমিনে কৃষকদের তথ্য সংগ্রহ করিয়া সদর দপ্তরে প্রেরণ করা হয়।

৭। আদম শুমারী, কৃষি শুমারী এবং অর্থনৈতিক শুমারীর কাজ অত্র দপ্তরের মাধ্যমে হয় এবং তথ্য সেবা প্রদান করা হয়।

৮। প্রধান প্রধান ৭ টি ফসলের কর্তন করিয়া প্রতিবেদন প্রেরণ করা হয়।